গুনাহ বিষয়ক প্রশ্ন ও উত্তর
এখানে গুনাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর সঠিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া হলো।
প্রশ্ন ১: রাসূলদেরকে মিথ্যাবাদী বলায় জনপদের অধিবাসীদেরকে কীভাবে ধ্বংস করা হয়েছিল?
- পাথর মেরে হত্যা করে
- একটি বিকট আওয়াজের মাধ্যমে
- পানিতে ডুবিয়ে
- আসমান থেকে সৈন্য পাঠিয়ে
প্রশ্ন ২: কাফিররা যখন প্রতিশ্রুত আযাবকে আসন্ন দেখবে, তখন তাদের চেহারার অবস্থা কী হবে?
- চেহারা মলিন হয়ে যাবে
- চেহারা আনন্দিত হয়ে যাবে
- চেহারা নীলাভ হয়ে যাবে
- কোনোটিই নয়
প্রশ্ন ৩: কিয়ামতের দিন অপরাধীরা তাদের আমলনামা দেখে কী বলবে?
- নিজেদের কৃতকর্ম অস্বীকার করবে
- পুনরায় সুযোগের জন্য আবেদন করবে
- আমলনামার নির্ভুলতায় বিস্ময় প্রকাশ করবে
- নিজেদের কৃতকর্ম স্বীকার করবে
প্রশ্ন ৪: সূরা আল-কাহাফে অহংকারী বাগান মালিকের ধ্বংসের মূল কারণ কী ছিল?
- বাগানের প্রতি অবহেলা প্রদর্শন
- অকৃতজ্ঞতা ও পরকাল অস্বীকার
- অর্জিত সম্পদ ব্যয় না করা
- প্রতিবেশীর সাথে অসদাচরণ
প্রশ্ন ৫: রাসূলুল্লাহ (ﷺ) এর মতে, মুসলিমকে গালি দেওয়া কী?
- ফাসেকী
- সবগুলো সঠিক
- কুফরী
- জায়েজ
প্রশ্ন ৬: আল্লাহর রাসূল (ﷺ) এর মতে, 'যা তোমাকে দেওয়া হয়নি, তা দেওয়া হয়েছে বলা' কী ধরনের কাজ?
- অহংকার করা
- প্রতারণার কাজ
- অকৃতজ্ঞতা প্রকাশ
- সবগুলো সঠিক
প্রশ্ন ৭: কোন চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক বলে গণ্য হবে?
- নামাজ না পড়া, রোজা না রাখা, যাকাত না দেওয়া, হজ্ব না করা
- কথায় মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, বিশ্বাস ভঙ্গ করা, ঝগড়া করলে গালাগালি করা
- হিংসা করা, রিয়া করা, গীবত করা, পরনিন্দা করা
- চুরি করা, মদ্যপান করা, সুদ খাওয়া, যুলম করা
প্রশ্ন ৮: রাসূলুল্লাহ ﷺ এর মতে, মানুষ মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর কাছে কিসে পরিণত হয়?
- ধোঁকাবাজ
- খিয়ানতকারী
- মহামিথ্যাচারী
- প্রতারক
প্রশ্ন ৯: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মতে, কখন নেক লোক থাকা সত্ত্বেও মানুষ ধ্বংস হয়ে যাবে?
- যখন মুসলমানরা যুদ্ধ করবে
- যখন জ্ঞানীরা দেশত্যাগ করবে
- যখন দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে
- যখন পাপাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে