জান্নাত বিষয়ক প্রশ্ন ও উত্তর

এখানে জান্নাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর সঠিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া হলো।

প্রশ্ন ১: সূরা ইয়াসীনে, জান্নাতে প্রবেশ করার পর ঈমানদার ব্যক্তিটি কী আকাঙ্ক্ষা করেছিল?

  • কিসের বিনিময়ে তার রব তাকে ক্ষমা করেছেন
  • সে তার পরিবারের সাথে মিলিত হতে চায় না
  • সে দুনিয়াতে ফিরে আসতে চায়
  • সে আরও বেশি পুরস্কার চায়

প্রশ্ন ২: সূরা আর-রহমানের ৬৮ নং আয়াতে কোন দুটি ফলের কথা উল্লেখ করা হয়েছে?

  • কলা ও তরমুজ
  • খেজুর ও আনার
  • আপেল ও আঙ্গুর
  • আম ও কাঁঠাল

প্রশ্ন ৩: জান্নাতের হূরদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

  • ফুল ও ফল
  • সূর্য ও চন্দ্র
  • হীরা ও প্রবাল
  • সোনা ও রূপা

প্রশ্ন ৪: যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য কী পুরস্কার রয়েছে?

  • দুটি জান্নাত
  • তিনটি জান্নাত
  • উপরের সবগুলো
  • একটি জান্নাত

প্রশ্ন ৫: জান্নাতবাসীরা কি কখনো জান্নাত থেকে অন্য কোথাও যেতে চাইবে?

  • এ ব্যাপারে তারা পরাধীন থাকবে
  • সেখান থেকে স্থানান্তর চাইবে না
  • কোনটিই নয়
  • আরো উচ্চতর স্থান কামনা করবে

প্রশ্ন ৬: সূরা আল-কাহাফে কুরআন নাযিলের প্রধান দুটি উদ্দেশ্য কী বলা হয়েছে?

  • পূর্ববর্তী জাতিদের ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করা
  • কঠিন আযাব সতর্কীকরণ ও সুসংবাদ প্রদান করা
  • নতুন শরীয়ত ও বিধান প্রতিষ্ঠা করা
  • আল্লাহর একত্ববাদের প্রমাণ ও বর্ণনা উপস্থাপন করা

প্রশ্ন ৭: কোন ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বলেছিলেন: “নাক ধূলিমলিন হোক”?

  • যে ব্যক্তি দান করেনা
  • যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্যাবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না
  • যে ব্যক্তি মেহমানকে আপ্যায়ন করেনা
  • যে ব্যক্তি আশুরার রোজা করেনা

প্রশ্ন ৮: তিন শ্রেণীর জান্নাতীদের বৈশিষ্ট্যর মধ্যে কোন বৈশিষ্ট্য রাষ্ট্রীয় কর্ণধার এর মধ্যে পাওয়া যায়?

  • গরীব মুজাহিদ
  • ন্যায়পরায়ন, সত্যবাদী ও নেক কাজের তাওফীকপ্রাপ্ত শাসক
  • রাত জেগে ইবাদতকারী
  • দানশীল ব্যবসায়ী

প্রশ্ন ৯: ফজরের সালাতের বিশেষ ফজিলত কোনটি?

  • জান্নাত লাভ
  • উত্তম দিনযাপন
  • সবগুলো সঠিক
  • মুনাফিকী থেকে মুক্তি

প্রশ্ন ১০: রোগীকে দেখতে গেলে জান্নাতে কী লাভ হয়?

  • একটি বাড়ি
  • একটি নদী
  • একটি বাগান
  • একটি গাছ

প্রশ্ন ১১: উত্তম আখলাক বজায় রাখলে জান্নাতে ঘর কোথায় তৈরি হয়?

  • জান্নাতের মাঝখানে
  • জান্নাতের বেষ্টনীর মধ্যে
  • জান্নাতের সর্বোচ্চ স্থানে
  • জান্নাতের নিচে

প্রশ্ন ১২: মজা করেও মিথ্যা না বললে জান্নাতে ঘর কোথায় তৈরি হয়?

  • জান্নাতের মাঝখানে
  • জান্নাতের সর্বোচ্চ স্থানে
  • জান্নাতের নিচে
  • জান্নাতের বেষ্টনীর মধ্যে

প্রশ্ন ১৩: সন্তান মারা গেলে সবর করলে জান্নাতে যে ঘর তৈরি হয়, তার নাম কী?

  • বাইতুল হিকমা
  • বাইতুল সালাম
  • বাইতুল নূর
  • বাইতুল হামদ

প্রশ্ন ১৪: কোন অবস্থায় তর্ক পরিহার করলে জান্নাতে ঘর লাভ হয়?

  • অজ্ঞ অবস্থায়
  • অন্যায় অবস্থায়
  • সঠিক অবস্থায়
  • নিরপেক্ষ অবস্থায়

প্রশ্ন ১৫: নিচের কোনটি জান্নাতের প্রাসাদ লাভের উপায় নয়?

  • ক্ষুধার্তকে খাওয়ানো
  • উত্তম কথা বলা
  • তাহাজ্জুদ নামাজ আদায় করা
  • অধিক সম্পদ অর্জন করা

প্রশ্ন ১৬: আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোন কাজ করলে জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি হয়?

  • কুরআন তিলাওয়াত করা
  • হজ পালন করা
  • এতেকাফ করা
  • মাসজিদ নির্মাণ করা

প্রশ্ন ১৭: দিনে-রাতে ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজ আদায় করলে জান্নাতে ঘর তৈরি হয়। এর মধ্যে যুহরের নামাজের আগে কত রাকাত?

  • ৬ রাকাত
  • ৮ রাকাত
  • ২ রাকাত
  • ৪ রাকাত

প্রশ্ন ১৮: কোন সূরা ১০ বার পাঠ করলে আল্লাহ্ জান্নাতে একটি বাড়ি তৈরি করে দেন?

  • সূরা নাস
  • সূরা কাওসার
  • সূরা ফাতিহা
  • সূরা ইখলাস