সালাত বিষয়ক প্রশ্ন ও উত্তর

এখানে সালাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর সঠিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া হলো।

প্রশ্ন ১: কোনো মুমিন ব্যক্তি এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য কি?

  • অপচয় করা
  • রোজা ভেঙ্গে ফেলা
  • সালাত ত্যাগ করা
  • গালমন্দ করা

প্রশ্ন ২: ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কোনটি?

  • তাহাজ্জুদের নামাজ
  • জুমার নামাজ
  • চাশতের নামাজ
  • ঈদের নামাজ

প্রশ্ন ৩: ফেরেশতাগণ পালা বদল করে আমাদের মাঝে আগমন করেন; একদল দিনে, একদল রাতে। কখন উভয় দল একত্র হন?

  • মাগরিব ও ফজরের সালাতে
  • আসর ও ফজরের সালাতে
  • এশা ও ফজরের সালাতে
  • যোহর ও ফজরের সালাতে

প্রশ্ন ৪: জামা'আতে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হয়েও জামা'আত না পেলে কি করণীয়?

  • মসজিদেই সালাত আদায় করে নিবে
  • সবগুলো সঠিক
  • বাড়িতে এসে সালাত আদায় করে নিবে
  • ৬০ জন মিসকিন কে ২ বেলা খাওয়াবে

প্রশ্ন ৫: ফজরের সালাতের বিশেষ ফজিলত কোনটি?

  • সবগুলো সঠিক
  • মুনাফিকী থেকে মুক্তি
  • উত্তম দিনযাপন
  • জান্নাত লাভ

প্রশ্ন ৬: কোন সলাতের কুরআন পাঠ ফেরেশতাগণের সরাসরি সাক্ষ্য হয়?

  • সবগুলো সঠিক
  • এশার সালাত
  • ফজরের সালাত
  • মাগরিবের সালাত

প্রশ্ন ৭: ফজর ও আসরের সালাত আদায়কারী কী থেকে মুক্তি পায়?

  • রোগবালাই থেকে
  • জাহান্নাম থেকে
  • দুশ্চিন্তা থেকে
  • দুনিয়ার কাজ থেকে

প্রশ্ন ৮: জামাআতে এশার সালাত এবং ফজরের সালাত আদায়ের ফলে কী সওয়াব পাওয়া যায়?

  • জিহাদ করার সওয়াব
  • সারারাত সালাত আদায়ের সওয়াব
  • ১০০ উট দান করার সওয়াব
  • অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায়ের সওয়াব

প্রশ্ন ৯: যদি কেউ ফজরের সালাত আদায় করতে ভুলে যায়, তবে কী করতে হবে?

  • সাদাকা করতে হবে
  • পরের দিন আদায় করতে হবে
  • ওইদিন এশার পর পড়তে হবে
  • স্মরণ হওয়া মাত্র আদায় করতে হবে

প্রশ্ন ১০: মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক সালাত কোনটিকে বলা হয়েছে?

  • যোহর
  • মাগরিব
  • এশা
  • আসর

প্রশ্ন ১১: জুমু'আহর সালাতের জন্য সবচেয়ে আগে মসজিদে আগমন করলে তার সওয়াব কিসের সমান?

  • একটি গাভী কুরবানী করার সমান
  • একটি দুম্বা কুরবানী করার সমান
  • একটি মুরগী কুরবানী করার সমান
  • একটি উট কুরবানী করার সমান

প্রশ্ন ১২: দিনে-রাতে ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজ আদায় করলে জান্নাতে ঘর তৈরি হয়। এর মধ্যে যুহরের নামাজের আগে কত রাকাত?

  • ২ রাকাত
  • ৮ রাকাত
  • ৪ রাকাত
  • ৬ রাকাত

প্রশ্ন ১৩: যিলহজ্জ মাসে কোন সালাতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে?

  • সালাতুল ইশরাক
  • সবগুলো
  • সালাতুত দুহা
  • তাহাজ্জুদ