ঈমান বিষয়ক প্রশ্ন ও উত্তর

এখানে ঈমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর সঠিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া হলো।

প্রশ্ন ১: কাদেরকে ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিতে বলা হয়েছে?

  • যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে কিন্তু গোপনে করে না
  • যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময়কে ভয় করে
  • যে আল্লাহকে ভয় করে কিন্তু উপদেশ মেনে চলে না
  • যে শুধু উপদেশ মেনে চলে কিন্তু আল্লাহকে ভয় করে না

প্রশ্ন ২: সমুদ্রে চলমান জাহাজসমূহকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

  • মেঘমালার সাথে
  • পাহাড়ের সাথে
  • প্রাসাদের সাথে
  • বিশাল পাখির সাথে

প্রশ্ন ৩: আল্লাহ তা'আলা প্রবাহিত দুটি সমুদ্রের মাঝে কী স্থাপন করেছেন?

  • একটি নদী
  • একটি দ্বীপ
  • একটি পাহাড়
  • এক অন্তরাল

প্রশ্ন ৪: সূরা আল-মূলকে, আল্লাহ মানুষকে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ দেওয়ার পর মানুষের প্রতিক্রিয়া কী?

  • তারা খুবই অল্প কৃতজ্ঞতা (শোকর) প্রকাশ করে
  • তারা এগুলো ব্যবহার করে আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো চিন্তা করেনা
  • তারা নিজেদের এই অঙ্গগুলোর স্রষ্টাকে ভুলে যায়
  • তারা এগুলো ব্যবহার করে সতর্ককারীকে মিথ্যা প্রতিপন্ন করে

প্রশ্ন ৫: সূরা আল-মুলকে, আল্লাহ মানবজাতিকে কোন বিষয়ে চ্যালেঞ্জ করেছেন?

  • আল্লাহর সৈন্যবাহিনীকে পরাজিত করার বিষয়ে
  • যমীন ধসিয়ে দেওয়া থেকে বাঁচার বিষয়ে
  • ভূগর্ভস্থ পানি চলে গেলে তা ফিরিয়ে আনার বিষয়ে
  • আসমানে কোনো ত্রুটি খুঁজে বের করার বিষয়ে

প্রশ্ন ৬: ডানা বিস্তারকারী পাখিদের আসমানে কে স্থির রাখে?

  • পাখিদের নিজস্ব ক্ষমতা
  • বাতাসের প্রবাহ
  • পরম করুণাময় আল্লাহ
  • আসমানের আকর্ষণী শক্তি

প্রশ্ন ৭: সূরা আল-কাহাফে কোন জিনিসগুলোকে 'দুনিয়ার জীবনের শোভা' বলা হয়েছে?

  • জ্ঞান ও প্রজ্ঞা
  • সম্পদ ও সন্তান-সন্ততি
  • ক্ষমতা ও প্রতিপত্তি
  • বাগান ও শস্যক্ষেত্র

প্রশ্ন ৮: গুহাবাসী যুবকদের তাদের সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হওয়ার মূল আদর্শিক কারণ কী ছিল?

  • তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস স্থাপন
  • প্রচলিত সামাজিক রীতির বিরোধিতা
  • শাসকদের রাজনৈতিক অবিচার
  • সমাজের অর্থনৈতিক শোষণ

প্রশ্ন ৯: সূরা আল-কাহাফের বর্ণিত চারটি প্রধান ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?

  • জ্ঞান ও ক্ষমতার পরীক্ষা
  • দুনিয়ার ক্ষণস্থায়ীত্ব
  • ঈমানের পরীক্ষা
  • উপরের সবগুলো

প্রশ্ন ১০: কোনো কাজ করার ইচ্ছা করলে ‘ইনশাআল্লাহ’ বলার গুরুত্ব কী?

  • এটি ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ কমায়
  • এটি কাজের সফলতার অনিশ্চয়তা দেয়
  • এটি একটি প্রচলিত সামাজিক ভদ্রতা
  • এটি কাজকে আল্লাহর ইচ্ছার অধীন করে

প্রশ্ন ১১: মানুষকে যখন সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করা হয়, তখন সে সাধারণত কী বলে?

  • "এই সম্পদ চিরস্থায়ী"
  • "আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট"
  • "এটা আমার প্রচেষ্টা ও বুদ্ধির ফল"
  • "আমার রব আমাকে সম্মানিত করেছেন"

প্রশ্ন ১২: সূরা আল-ফাজরে কয়টি রাতের কসম করা হয়েছে?

  • বারো
  • সাত
  • পাঁচ
  • দশ

প্রশ্ন ১৩: "আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়..." - এই উপমাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • আল্লাহর জ্ঞানের অসীমতা
  • আল্লাহর বাণী লিপিবদ্ধ করা নিষিদ্ধ
  • সমুদ্রের পানির সীমাবদ্ধতা
  • লেখার উপকরণের অপ্রতুলতা

প্রশ্ন ১৪: জমিনের উপর যা কিছু আছে, তা শোভা হিসেবে সৃষ্টির কারণ কী?

  • সৃষ্টিজগতের সৌন্দর্য প্রকাশের জন্য
  • প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য
  • মানুষের আত্মিক প্রশান্তির জন্য
  • কর্মে কে উত্তম, তা পরীক্ষা করার জন্য

প্রশ্ন ১৫: ঈমান সম্পর্কে কোনটি সঠিক?

  • ঈমানের দরজা হলো সত্তরের অধিক
  • সর্বোচ্চ স্তর হলো ‘লা- ইলাহা ইল্লাল্লা-হ’ বলা
  • সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা
  • সবগুলো সঠিক

প্রশ্ন ১৬: কোনো মুমিন ব্যক্তি এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য কি?

  • অপচয় করা
  • রোজা ভেঙ্গে ফেলা
  • গালমন্দ করা
  • সালাত ত্যাগ করা

প্রশ্ন ১৭: নিচের কোন কাজগুলো করার সময় ব্যক্তি মু’মিন থাকে না?

  • মদ্যপান করার সময়
  • সবগুলো সঠিক
  • ব্যভিচার করার সময়
  • চুরি বা ছিনতাই করার সময়