জিহ্বার গুনাহ বিষয়ক প্রশ্ন ও উত্তর
এখানে জিহ্বার গুনাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর সঠিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া হলো।
প্রশ্ন ১: মিথ্যা স্বপ্ন বলার শাস্তিস্বরূপ কিয়ামতের দিন যে ব্যক্তি এমন স্বপ্ন দেখার দাবি করল যা সে দেখেনি, তাকে কী করতে বাধ্য করা হবে?
- দু'টি ভূট্টার দানায় গিট দেওয়ার জন্য
- দু'টি রেশমী সুতায় গিট দেওয়ার জন্য
- দু'টি যবের দানায় গিট দেওয়ার জন্য
- দু'টি লোহার শিকলে গিট দেওয়ার জন্য
প্রশ্ন ২: নবী (ﷺ) দেখেছেন, এক ব্যক্তি বারবার চোয়াল বিদীর্ণের শাস্তি পাচ্ছে। ঐ ব্যক্তির অপরাধ কী ছিল?
- জঘন্য গীবত করত
- গুজব ছড়াতো
- মানুষ হত্যা করত
- জিনের সাহায্যে মানুষকে ধোঁকা দিত
প্রশ্ন ৩: রাসূলুল্লাহ (ﷺ) এর মতে, সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা কোনটি?
- মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা
- গুজব ছড়ানো
- মিথ্যা কসম খাওয়া
- এমন স্বপ্ন দেখার দাবি করা যা সে দেখেনি
প্রশ্ন ৪: নিচের কোনটি একজন মু’মিনের পক্ষে হওয়া সম্ভব না?
- মিথ্যাবাদী
- কৃপণ
- সবগুলো সঠিক
- সাহসহীন
প্রশ্ন ৫: রাসূলুল্লাহ ﷺ এর মতে, মানুষ মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর কাছে কিসে পরিণত হয়?
- ধোঁকাবাজ
- খিয়ানতকারী
- প্রতারক
- মহামিথ্যাচারী